লুটন খেলাফত মজলিসের উদ্যোগে সিরাতুন্নবী সা. মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ২২ ২০১৯, ০৩:৪১

একুশে জার্নাল লুটন প্রতিনিধি: গতকাল (২০ নভেম্বর) বুধবার রাত ৯টা ৩০ মিনিটে খেলাফত মজলিস লুটন শাখার উদ্যোগে এক সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লুটন শাখা সভাপতি মুফতি মাসরুর আহমেদ বুরহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআনুল কারিম থেকে তিলাওয়াত করেন লুটন শাখার সহকারী বায়তুলমাল সম্পাদক ক্বারী অাহমদ হুসাইন।

সভায় বক্তারা বলেন তিনভাগের দুই ভাগ জল ও একভাগ স্থল ধারণকারী পৃথিবী নামক এই গ্রহটির বুকে রয়েছে অঢেল সম্পদ রাজি, মানুষের জন্য সুখ ও শান্তির অনুপম আশ্রয়। কিন্তু এগুলো যদি
মানবতার কল্যাণে ব্যয়িত না হয় তবে বিশ্বের ৫০০ কোটি অসহায় মানুষ যাবে কোথায়? সৌরজগতে বসতি গড়ার পৃথিবীর বিকল্প কোন গ্রহ তো
নেই। তাই পৃথিবীকে শান্তির আবাস হিসেবে গড়ে তুলতে আকাঙ্ক্ষী প্রতিটি মানুষ। কিন্তু সামাজিক মূল্যবোধের অবক্ষয় এই অগ্রযাত্রার সবচেয়ে বড় প্রতিবন্ধক। এই অবক্ষয়ের কারণে রাষ্ট্র ও সরকার যন্ত্রের প্রতিটি পর্যায়ে সুদ,ঘুষ,স্বজনপ্রীতি, কালোবাজারী, ব্যবসায় সিন্ডিকেট, অনাচার ও দুর্নীতির মাত্রা ক্রমান্বয়ে বেড়েই চলছে।

পারিবারিক বন্ধনে ভাঙন,নারী-পুরুষের বৈষম্য বৃদ্ধি, খুন,ধর্ষণ,এসিড নিক্ষেপ,যৌতুক,তালাক,নারী-নির্যাতন,ছিনতাই, রাহাজানি,মানবাধিকার লঙ্ঘনসহ নানাবিধ সমস্যা প্রকট আকারে ধারণ করেছে।
অপরদিকে নারীর ব্যক্তিসত্তাকে ভোগ্য পণ্যে পরিণত করা হচ্ছে। নৈতিক শিক্ষার অভাবে তরুণ প্রজন্ম হারাচ্ছে মূল্যবোধ এবং তাদের চরিত্র হননের জন্য সু-কৌশলে নৈতিকতা পরিপন্থী নানাবিধ কর্মকান্ড পরিচালিত হচ্ছে। যার ফলে তৈরি হচ্ছে সন্ত্রাসী, মাদক সেবী ও ইভ-টিজার। আজ এই সকল সমস্যা
উত্তরণের একমাত্র উপায় মানবতার বন্ধু মুহাম্মদ রাসূল (সা.) এর আনিত বিধান অনুযায়ী প্রতিটি মানুষকে গঠন করার মাধ্যমে সেই সোনালি সমাজ
বিনির্মাণের দিকে অগ্রসর হওয়া।

সভায় বক্তব্য রাখেন শাখা সভাপতি মুফতি মাসরুর আহমেদ বুরহান, শাখা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ,শাখা সহকারী সেক্রেটারি মাওলানা নোমান আহমেদ,একুশে জার্নাল ডটকম-এর সম্পাদক হাফেজ কে আই ফেরদৌস, শাখা বায়তুলমাল সম্পাদক জাহেদ আহমেদ,সহকারী বায়তুলমাল সম্পাদক কারী অাহমদ হুসাইন,সাংগঠনিক সম্পাদক মিফতাহুর রহমান,প্রমুখ।

পরিশেষে শাখা সভাপতি মাসরুর আহমেদ বুরহান পুরো উম্মাহ’র কল্যাণ কমনায় দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।