লন্ডনে সন্ত্রাসীদের গুলিতে নিহত সিলেটের হিরন

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ২২ ২০১৯, ১২:৪১

একুশে জার্নাল লন্ডন প্রতিনিধি:যুক্তরাজ্যের লন্ডনে সন্তানদের জন্য খাবার আনতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে আহত বাংলাদেশি মারা গেছেন। বৃহস্পতিবার রাত বাংলাদেশ সময় ১১টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মারা যাওয়া বাংলাদেশির নাম হিরণ আলী। তার বাড়ি সিলেটের বিশ্বনাথে। উপজেলার সদর ইউনিয়নের উজান মসলা বৈদ্যকাপন গ্রামের মৃত ইরপান আলীর ছেলে হিরণ। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে লন্ডনে বসবাস করে আসছিলেন।

গত মঙ্গলবার যুক্তরাজ্য পূর্ব লন্ডনের নেলসন স্ট্রিটে নিজ বাসার সামনে সন্ত্রাসীরা গুলি করে হিরণ আলীকে। এতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিরণ।

জাবা যায়,সন্তানদের জন্য খাবার আনতে হিরণ আলী গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাসা থেকে বের হন। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিরণ।