লক্ষ্মীপুরে সুদমুক্ত ক্ষুদ্রঋণ গ্রহণের পূর্বে করণীয় বিষয়ক সভা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ০৬ ২০২২, ১৩:৩৪

লক্ষ্মীপুর প্রতিনিধি: বঙ্গবন্ধু সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, ঘোচায় দৈন্য আনে সু-দিন এমন স্লোগান কে সঙ্গে নিয়ে (৪-৬ ডিসেম্বর) ৩ দিন ব্যাপি সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নে দলের সদস্যদের ঋণ গ্রহনের পূর্বে করণীয় বিষয়ক প্রশিক্ষণ লক্ষ্মীপুর শহর সমাজ সেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, সহকারী পরিচালক মো: আবদুর রহমান, শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর প্রমুখ।

এসময় বক্তারা বলেন ঋণ দিয়ে দারিদ্রতা দূর করতে হবে। সমাজ সেবা থেকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ নিয়ে ঋণের উদ্দেশ্যে বাস্তবায়ন করতে হবে। উদ্যোক্তা তৈরি করে নিজেকে স্বাবলম্বী করতে সে ঋণ গ্রহন করা উচিত। ৩ দিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় পৌর সভার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন কর্মদলের দল নেতা, সদস্য ও ঋণ গ্রহীতারা উপস্থিত ছিলেন।