রাশিয়ায় আগুন, নিহত ৩৭

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২৬ ২০১৮, ০৬:২০

একুশে জার্নাল :: রাশিয়ার সাইবেরিয়ার পশ্চিমাঞ্চলের শহর কেমারোভোর একটি শপিং সেন্টারে আগুন লেগে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার বিকেলে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৪১ শিশুসহ অন্তত ৬৪ জন নিখোঁজ রয়েছে। এছাড়া যে ভবনটিতে আগুন লেগেছে তা ধসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ‘উইন্টার চেরি কমপ্লেক্স’ নামের শপিং সেন্টারটির ওপরের একটি ফ্লোরে আগুনের সূত্রপাত হয়, যে ভবনে একটি মাল্টিপ্লেক্স সিনেমা হলও ছিল। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রোববার বিকেলে ওই মার্কেটে বেশ ভিড় ছিল, বিশেষ করে সিনেমা হলটিতে। আর নিহতদের বেশিরভাগ ওই সিনেমা হলেই ছিলেন।

আগুন লাগার পর শপিং সেন্টারটি ঘিরে ঘন ধোয়ার কুণ্ডলী দেখা যায়। সামাজিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বাঁচার জন্য লোকজন জানালা দিয়ে লাফিয়ে পড়ছে।

আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের প্রায় ৬৬০ জন কর্মী এ কাজে নিয়োজিত হন।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় তারা একটি তদন্ত শুরু করেছে।