রসুল অবমাননার প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশে ফরাসি পণ্য বর্জনের ডাক

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ৩১ ২০২০, ০১:০৭

স্টাফ করেসপন্ডেন্ট: ফ্রান্সে সরকারী মদদে বিশ্বনবী সা. এর অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা ভূলতা বড় মসজিদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে রূপগঞ্জ ওলামা পরিষদের সভাপতি মাওঃ বদরুল আলম সিলেটীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওঃ ইউসুফ আলী, মাওঃ মিজানুর রহমান, মাওঃ লোকমান হোসাইন আমিনী, মাওঃ এমদাদুল্লাহ হাশেমী ও অন্যান্য ওলামায়ে কেরাম। সভায় বক্তারা ফরাসি পণ্য বর্জনের ডাক দেয় এবং ফরাসি পণ্যের ছবি সম্বলিত লিফলেট বিতরণ করে। পরে সমাবেশস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ভূলতা গোলচত্বর থেকে শুরু করে গোলাকান্দাইল বেবি ষ্ট্যান্ড হয়ে পূনরায় বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলে রূপগঞ্জের হাজার হাজার আলেম ওলামা ও তৌহিদী জনতা অংশগ্রহণ করে নবীপ্রেমের জানান দিয়েছে