রমযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হেফাজত মহাসচিবের আহ্বান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৪ ২০২২, ০১:০৪

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান। একইসঙ্গে সিন্ডিকেট দমনের মাধ্যমে সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের এ মাসে জুলুম, দুর্নীতি, পাপাচার ও ভোগবিলাস পরিহার করে কুরআন সুন্নাহর নির্দেশ পালনের প্রতি আত্মনিয়োগ করুন।

বরকতপূর্ণ এ মাসে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের অতি মুনাফার জন্য সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে যাচ্ছে। এ ধরনের অপশক্তিকে আইনের আওতায় এনে বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিতে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে মালিকদের আহ্বান জানান সাজিদুর রহমান।

হেফাজত মহাসচিব আরও বলেন, রমজান মাস প্রতিটি মুসলিমের জন্য নিজের পরকালের মুক্তি এবং দুনিয়ার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ। তাই বেশি বেশি কুরআন তেলাওয়াত, জিকির, ইস্তিগফার পাঠ করে নিজেকে মুমিন হিসেবে গড়ে তুলুন।