মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি আব্দুর র‌উফ কারাগারে মারা গেছেন

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ০৭ ২০২১, ২২:৫৫

গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মুফতি আব্দুর রউফ ওরফে আব্দুর রাজ্জাক নামের এ কয়েদি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য ছিলেন। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দী গ্রামের মৃত হাকিম ফরাজীর ছেলে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে তার মৃত্যু হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করে জানান, মাওলানা আব্দুর রউফ হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কারা হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে বিকাল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ২০১৬ সালের ২ নভেম্বর থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।

জেল সুপার আরও জানান, মাওলানা আব্দুর রউফ বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া থানার ২০০০ সালের এক মামলার ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়া ২০০৪ সালের মতিঝিল থানার মামলায় ৩০ বছর সশ্রম ও বিস্ফোরক দ্রব্যাদি আইনের মামলায় ৩০ বছর সশ্রম, ২০০১ সালের রমনা থানার মামলায় ৩০ বছর সশ্রম এবং ২০০৫ সালের ফরিদপুরের কোতোয়ালি থানার বিস্ফোরক আইনের মামলায় ৩০ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন।