মূসা আল হাফিজের কবিতা ‘আত্মহত্যা’

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০৩ ২০২২, ২২:৫৫

আত্মহত্যা

মুসা আল হাফিজ


সাময়িক সমস্যায় পড়ে

অনন্তকালের সমস্যাকে

তারা সমাধান মনে করলো!

তারা ক্ষুদ্র ক্ষুদ্র কষ্টের সাথে যুদ্ধে

বিরত্ব তালাশ করলো নিজেকে হত্যায়

যার চেয়ে নিম্নগামী পলায়ন নেই!

তারা জানে না, হত্যার শিকার হলেও

মানুষ মরে না

মানুষ চিরকালের জন্য মরে যায়

কেবল আত্মহত্যার পথে!

নিজেকে যে হত্যা করেছে, তার লজ্জিত

কবরকে প্রশ্ন করো –

সে কি পেয়েছে ব্যথার অবসান ?

কী বলবে কবর?

 তার মাতৃভাষা কেবলই রোদন!

শুধু শুধু বুক থেকে

অনর্গল হাহাকার ঝরিয়ে

 সে বলতে পারবে –

নিজেকে হত্যা কোনো

বেদনার শেষ ছিলো না-

প্রকৃত বেদনার শুরু ও বিস্তার!