মুজিববর্ষে শেখ হাসিনার উপহার: কর্ণফুলীতে ভূমিহীন ২৫ পরিবারকে ঘর হস্তান্তর 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ২৩ ২০২১, ১৩:৫৯

নিজস্ব প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে তিনি এসব ঘর উদ্বোধন করেন।

এরই ধারাবাহিকতায় কর্ণফুলী উপজেলার অস্থায়ী কার্যালয় রিভারভিউ কমিউনিটি সেন্টারের নিচ তলায় উপজেলার গৃহহীন ২৫ পরিবারের হাতে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনা সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি, কর্ণফুলী থানার (ওসি) দুলাল মাহমুদ, ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম, এসিল্যান্ড সুকান্ত সাহা, জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, বড়উঠান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকউল্লাহসহ ২৫ উপকারভোগী পরিবারের সদস্যরা।

কর্ণফুলী উপজেলার ২৫ পরিবারের মধ্যে যারা পেলেন ঘর শিকলবাহা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নূর জাহান বেগম, ৬নং ওয়ার্ডের সুজন শীল, জুলধা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোঃমুছা, ৭নং ওয়ার্ডের আনোয়ারা বেগম, ৫নং ওয়ার্ডের খতিজা বেগম, ৬নং ওর্য়াডের মোঃনয়ন, ৮নং ওয়ার্ডের নুরুল ইসলাম, ৮নং ওয়ার্ডের মনিরুজ্জামান, ৯নং ওয়ার্ডের কাইছার আলম, ৬নং ওয়ার্ডের রহিমা আকতার, ৭নং ওয়ার্ডের সেলিম, ৫নং ওয়ার্ডের খুরশিদা খাতুন, ৩নং ওয়ার্ডের জাহেদা আকতার, ৩নং ওয়ার্ডের আবদুর রহমান, ৩নং ওয়ার্ডের মোঃরফিক, ৩নং ওয়ার্ডের মোঃখোরশেদ, ১নং ওয়ার্ডের রাবেয়া খাতুন, ৭নং ওয়ার্ডের ছাবের আহম্মদ, ৫নং ওয়ার্ডের ইয়াসমিন,চরলক্ষ্যা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবদুল মন্নান, ২নং ওয়ার্ডের শহীদুল ইসলাম, ৯নং ওয়ার্ডের নার্গিস আকতার, ৫নং ওয়ার্ডের মোঃসাহাব উদ্দিন, ৩নং ওয়ার্ডের রাশেদা বেগম এবং ৮নং ওয়ার্ডের শামিম আকতার।

এইসময় ইউএনও শাহিনা সুলতানা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আমাদের ছোট উপজেলায় ২৫টি ঘর পেয়েছি আপনারা যারা ঘর পেয়েছেন তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দোয়া করবেন। বাড়ির আশেপাশে গাছ লাগাবেন।

এইসময় উপকারভোগী শিকলবাহা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নূর জাহান বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, আমি ঘর পেয়ে অনেক বেশি খুশি। এতদিন পরে মাথা গুজার ঠাই পেলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব তিনি যেন সুস্থ্য থাকে।

প্রসঙ্গত সারাদেশে প্রথমধাপে ৬৬ হাজার ১শত ৮৯ পরিবারকে ভূমি ও একক গৃহ প্রধান এবং ৩হাজার ৭শত ১৫পরিবারকে জমিসহ ব্যারাকে পুনবার্সন করা হয়েছে।