মানিকছড়িতে মারকাযুত তাহফিজের কারিকুলামে হিফজ মাদ্রাসা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ০২ ২০১৯, ২২:০৫

কাজী শহিদুল্লাহ ওয়াহিদ; মানিকছড়িতে প্রথমবারের মত শুভ সূচনা হলো প্রাইভেট হিফজ মাদ্রাসা, বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ শাইখ ক্বারী নেছার আহমদ আন নাছিরীর মারকাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার কারিকুলামে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে।

গতকাল (১ মে) বুধবার, সন্ধ্যা ৭টায় মানিকছড়ি বাজার আকাশপুরিস্থ নিজস্ব ভবনে কাসেমুল উলুম মাদ্রাসার উদ্বোধন হয়।

মাদ্রাসা পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন এর সভাপতিত্বে ও মাওলানা বশির উদ্দিন এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে এতে উদ্বোধনী বক্তব্য দেন মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা হামিদুল্লাহ নোমান।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি দারুচ্ছুন্নাহ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ফজলুল হক, বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি দারুচ্ছুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা নূর মোহাম্মদ ও মাওলানা শামসুল হক, তিনট্যহরি মুহিউস সুন্নাহ মাদ্রাসার পরিচালক,মাওলানা ফরিদ উদ্দিন, খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার পরিচালক মুফতী দিদারুল আলম কাসেমী।

এছাড়াও উপস্থিত ছিলেন কাসেমুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক
হাফেজ মাওলানা আবুল বাশার,আলহাজ্ব ওমর আলী,আলহাজ্ব ডাঃএমদাদুল হক,হাফেজ ওমর ফারুক,হাফেজ আজগর হোসেন,মুফতি ইসমাইল হোসেন,জাকির হোসেন (শান্ত) প্রমুখ।

পরিশেষে মাদরাসার উন্নতি ও অগ্রগতির জন্য দু’আর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।