মানিকগঞ্জের সিংগাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড; কোটি টাকার ক্ষয়ক্ষতি 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১৭ ২০২১, ১৫:২৯

মিলন মাহমুদ (মানিকগঞ্জ): মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার সিংগাইর মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বলধারা (খোলাপাড়া)

বাসস্ট্যান্ডের একটি পেট্রোল ও গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

১৭ই জানুয়ারি রবিবার দুপুর ১২ঃ৩০ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান- হঠাৎ বিকট শব্দ ও ধোঁয়ার কুন্ডলী দেখে এলাকাবাসীরা ছুটে আসে। দোকানে পেট্রোল, ডিজেল,ও গ্যাস সিলিন্ডার থাকায় দ্রুত আগুন আশেপাশে ছড়িয়ে পরে এবং দুটি বসতবাড়ি পুড়ে যায়।অবস্থা বেগতিক দেখে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসে ফোন দেয়া হলে ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এ দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মানিকগঞ্জ র‍্যাবের একটি দল ও সিংগাইর উপজেলা প্রশাসন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানের মালিক অগ্নিদগ্ধ হয় এবং তার চিকিৎসার জন্য সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

খবর পেয়ে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মেহের নিগার সুলতানা, বলধারা ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ খান সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের শান্তনা দেয়ার চেষ্টা করেন।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়-এ অগ্নিকান্ডে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে তবে আগুন লাগার সঠিক কারন এখনো জানা যায়নি।