মাধবপুরের ধর্মঘরে ভারতীয় চোরাই পণ্যসহ আটক ২

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ১০ ২০২০, ১৬:২৮

শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মাধবপুরে ভারতীয় চোরাই পণ্যসহ দুইজনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উপজেলার ১৯৯৭/৭ এর পিলারের সস্তামোড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টমটম অটোরিক্সাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হল, মাধবপুর উপজেলার সস্তামোড়া গ্রামের চান্দ আলীর পুত্র মন্নর আলী (২৭) ও একই এলাকার বিল্লাল মিয়ার পুত্র হৃদয় মিয়া (২০)।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক এসএনএম সামিউন্নবী চৌধুরী জানান, বিজিবির নায়েক হামিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে দুই চোরাকারবারীসহ বেশ কিছু ভারতীয় পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে, ২২১ পিস ভারতীয় লেকটোজেন, ৭২০ পিস ভারতীয় নেহার মেহেদী। যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৪৩ হাজার টাকা। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনী পক্রিয়া শেষে মাধবপুর থানায় হস্তান্তর করা হবে।