মাদকসংশ্লিষ্ট কাউকে বাসা ভাড়া দেবেন না -ডিএমপি

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৯ ২০১৯, ১৯:২০

মাদকসংশ্লিষ্ট এমন কাউকে বাসাভাড়া না দিতে বাড়ির মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর ‍পুলিশ (ডিএমপি)। পুলিশ সপ্তাহে ডিএমপি আয়োজিত র‌্যালিতে এ অনুরোধ জানানো হয়। র‌্যালির প্লেকার্ডে লেখা ছিল, ‘মাদকসংশ্লিষ্ট কাউকে বাসা ভাড়া দেবেন না।’

দেশজুড়ে চলছে ‘পুলিশ সেবা সপ্তাহ২০১৯’। মঙ্গলবার (২৯ জানুয়ারি) পুলিশ সেবা সপ্তাহের তৃতীয় দিন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার নেতৃত্বে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো—  ‘পুলিশ সেবা সপ্তাহ-২০১৯’ এর র‌্যালি। এই র‌্যালি থেকে মাদকসংশ্লিষ্ট কাউকে বাসাভাড়া  না দিতে অনুরোধ জানানো হয়। সকালে ‘পুলিশ সপ্তাহ’ উপলক্ষে রাজধানীর গুলশান ও বংশালে পৃথক র‌্যালিতে এই অনুরোধ জানানো হয়েছে।

সকাল সাড়ে ১০টায় রাজধানীর বাড্ডা ইউলুপ থেকে জহুরুল ইসলাম সিটি আফতাব নগরে আসে কমিশনারের নেতৃত্বে সুসজ্জিত পুলিশের একটি র‌্যালি। সেবামূলক বিবিন্ন শ্লোগানে  ব্যানার, প্লেকার্ড ও বিভিন্ন রঙের বেলুন নিয়ে র‌্যালিতে ডিএমপি’র সব স্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিক ও সমাজসেবকসহ বিভিন্ন স্তরের মানুষ এসময় উপস্থিত ছিলেন।

প্লেকার্ডে লেখা ছিল, ‘মাদকসংশ্লিষ্ট কাউকে বাসা ভাড়া দেবেন না।’ এবিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত রয়েছে ডিএমপি। থানায় যাতে মানুষ আইনের সেবা পায়, হয়রানি না হয়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। থানায় এসে যদি কেউ আইনি সেবা না পান, তাহলে এসি থেকে কমিশনার সবার দরজা আপনাদের জন্য খোলা থাকবে। জঙ্গি, সন্ত্রাস, মাদক ও ভূমি দখলকারীরা যতবড় ক্ষমতাশালীই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

২৭ জানুয়ারি হতে শুরু হওয়া  ‘পুলিশ সেবা সপ্তাহ’ আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।