মাত্র ১৫ মাসে ৬ বছরের জমজ ২ বোনের পুরো কুরআন মুখস্থ

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৫ ২০২০, ২২:৫১

মাত্র ১৫ মাসে পুরো ত্রিশ পারা কুরআন মুখস্থ করলো জময দুই বোন মাহদিয়া ও মাইমুনা। যা কিনা বিশ্বের বিস্ময় হিসেবে দেখছেন অনেকেই।

আল্লামা নূর হোসাইন কাসেমী হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ নুরুল আমীন সাহেবের ৬ বছর বয়সী দুটি জমজ কন্যা মাত্র ১৫ মাসে মহান রব্বুল আলামীনের ঐশী গ্রন্থ আল-কুরআনের পুরো ৩০পারা মুখস্থ করেছেন।

আজ জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় বাদ জোহর, আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা উবায়দুল্লাহ ফারুক, হাফেজ ক্বারী আব্দুল হক সহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে শেষ সবক তেলাওয়াত করেন। এতো সুন্দর তেলাওয়াত, যা শুনে সকলেই মুগ্ধ হয়েছেন। এবং তেলাওয়াত শেষে সকলেই একবাক্যে আলহামদুলিল্লাহ বলে উঠেন।

এসময় আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, মহান রব্বুল আলামীন যে, স্বয়ং কুরআনের হেফাজতকারী তার বাস্তবতা হলো এই ৬বছরের ২টি মেয়ের সিনার ভিতর ৩০পারা কুরআনে কারীম প্রবেশ করিয়ে দেওয়া, যারা নাকি নিজের নাম, ঠিকানাও ঠিক ভাবে বলতে পারে না!

এ জলসায় উপস্থিত সকলে মহান রব্বুল আলামীনের দরবারে দোয়া করেন যেন, সকলের ঘরেই এমন নেক সন্তান দান করেন!

এমন সন্তানের মাতাকেই সত্যিকারার্থে রত্নগর্ভা বলা যায়।