মহানবী সা.-কে অবমাননা; বিজেপি নেতা হর্ষিত শ্রীবাস্তব গ্রেফতার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৮ ২০২২, ০৫:০০

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে সহিংসতার চারদিন পর মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে অবমাননাকর টুইট করার অভিযোগে হর্ষিত শ্রীবাস্তব নামে এক বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জুন) পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি।

গ্রেফতার হওয়া হর্ষিত শ্রীবাস্তব বিজেপি যুব শাখার একজন কর্মকর্তা। তার টুইট মুছে ফেলা হয়েছে।

কানপুরের পুলিশ কমিশনার বিজয় মীনা বলেন, ‘আপত্তিকর পোস্টের মাধ্যমে হর্ষিত শ্রীবাস্তব পরিবেশ নষ্ট করার চেষ্টা করছিলেন। যে কেউ ধর্মীয় অনুভূতি নিয়ে খেলার চেষ্টা করলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এদিকে, ক্ষমতাসীন দল বিজেপির বেশ কয়েকজন নেতা মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করায় দেশ-বিদেশে ক্রমবর্ধমান ক্ষোভের মধ্যেই রোববার (৫ জুন) দলটির মুখপাত্র নুপুর শর্মা এবং তার সহকর্মী নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, ভারতের আলোচিত জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে গত সপ্তাহে একটি টেলিভিশন টক-শোতে মহানবি (সা.) প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেন বিজেপি দলের মুখপাত্র নূপুর শর্মা। পরে তার সহকর্মী নাভিন কুমার জিন্দালও নবি (সা.)-কে নিয়ে কটূক্তি করে টুইটারে একটি পোস্ট করেন। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে মুসলিম বিশ্ব।

বিভিন্ন মুসলিম দেশ ভারতের সঙ্গে সব সম্পর্ক বিচ্ছিন্ন করার হুমকি পর্যন্ত দেয়। অবস্থা বেগতিক দেখে নাভিন কুমার জিন্দাল তার টুইট পোস্ট মুছে দেন এবং নূপুর শর্মাকে বহিষ্কার করে তার দল। কিন্তু তারা নিজেদের বক্তব্য প্রত্যাহার করে আনুষ্ঠানিক ক্ষমা না চাওয়ায় মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোসহ এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৫টি দেশ বিজেপি সরকারের প্রতি নিন্দা জানানোর পাশাপাশি দেশটিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।