মহানবী সা.কে অবমাননার প্রতিবাদে বালাগঞ্জে মুসলিম জনতা ও খেলাফত মজলিসের মিছিল

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ৩০ ২০২০, ২১:১৫

বালাগঞ্জ প্রতিনিধি:

ফ্রান্সের সরকারী মদদে বিশ্বনবী সা. এর অবমাননার প্রতিবাদে, শুক্রবার (৩০অক্টোবর) শুক্রবার, বাদ জুমুআ বালাগঞ্জে সর্বস্তরের মুসলিম জনতা বিক্ষোভ মিছিল করেছে। বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো বালাগঞ্জ বাজার প্রদক্ষিন শেষে স্থানীয় বাস ষ্ট্রেশনে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

বালাগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান কলুমার সভাপতিত্বে ও মাওলানা গিয়াস উদ্দিন নোমানের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বালাগঞ্জ ফিরোজাবাগ মাদরাসা মুহতামিম মাওলানা আব্দুল মালিক, বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, বালাগঞ্জ আদর্শ মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছাদ উদ্দিন, ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, বালাগঞ্জ ফিরোজাবাগের শিক্ষাসচিব মাওলানা ফয়েজ আহমদ, নবীনগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন, উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামরুল, এড, এমরান আহমদ, মাওলানা জয়নাল আবেদীন, মুহাম্মদ আবু শাহাজান, মাওলানা হুসাইন আহমদ আওলাদ, ছাত্রনেতা নাসিম আহমদ সোহাগ প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা ফ্রান্স সরকারের এধরণের কাজের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো ও ম্যাক্রোর নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবী, ফরাসী পণ্য বর্জন ও বাংলাদেশ সরকারের নিন্দা জানানোর আহ্বান করা হয়।

কালিগঞ্জ:

ফ্রান্সের সরকারী মদদে বিশ্বনবী সা. এর অবমাননার প্রতিবাদে খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার কালিগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০অক্টোবর) শুক্রবার, বাদ আছর, মিছিলটি শুরু হয়ে পুরো কালিগঞ্জ বাজার প্রদক্ষিন করে মধ্য বাজারে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
শাখা সভাপতি জনাব আব্দুল করিমের সভাপতিত্বে ও সহ-সেক্রেটারি হাফিজ আব্দুল গফফারের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের বালাগঞ্জ উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা মিসবাহ উদ্দিন মিছলু, শ্রমিক মজলিস বালাগঞ্জ উপজেলা সেক্রেটারি এমরান আহমদ, মাওলানা আনোয়ার হুসাইন, হাফিজ মুমিনুর রহমান, মাওলানা আকমল হুসাইন, ফয়সল আহমদ প্রমুখ।