মসজিদে বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎ মিস্ত্রি মোবারক শ্রীঘরে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ২০ ২০২০, ১৯:২৭

স্টাফ করেসপন্ডেন্ট: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেফতার বিদ্যুৎ মিস্ত্রী মোবারকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (রোববার) দুপুরে তাকে আদালতে তোলার পর ৫ দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল (শনিবার) বিকেলে নারায়ণগঞ্জ কোর্ট এলাকা থেকে বিদ্যুৎ মিস্ত্রী মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়।

সিআইডি জানিয়েছে, ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিদ্যুতের দুটি লাইন ছিল, যার একটি অবৈধ। সেই অবৈধ সংযোগ দেয়ার অভিযোগে মোবারককে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া বিস্ফোরণের ঘটনায় আজ সকাল থেকে বিদ্যুৎ বিভাগের ফতুল্লা জোনের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারিকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সংস্থাটির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, মসজিদে বিস্ফোরণের ঘটনায় বিদ্যুৎ বিভাগের অবহেলা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।