মসজিদে আল আক্বসা 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ৩০ ২০২১, ০০:২৮

মসজিদে আল আক্বসা 

—কে এম আবুতাহের চৌধুরী 


মুসলমানদের প্রথম কেবলা

আল আক্বসা মসজিদ,

ইসরাইলীদের জবর দখলে

করলো হাজারো শহীদ ,

দাউদ-সুলাইমান নবীর স্মৃতি

দখল করে নিলো ,

বিলিয়ন মুসলিম থাকার পরও

উদ্ধার নাহি হলো।

ঈমানের বল হারিয়েছি মোরা

নাই ভারী অস্ত্র শস্ত্র ,

মুসলিমদের মধ্যে নাই ঐক্য

অপমানিত যত্র তত্র ।

তেয়াত্তর বছর ধরে ফিলিস্তিনীরা

হারিয়েছে নিজের দেশ,

বিশ্ববাসীর বিবেক কোথায় গেল

মানবতার নেই লেশ।

গাজা অবরোধ করে রেখেছে

বর্বর ইসরাইলী জাতি ,

নারী শিশুদের শুধু হাহাকার

করছে বাঁচার আকুতি ।

আত্মরক্ষাও করতে পারে না

শত শত বোমা ছুঁড়ে ,

গাজায় শিশুদের সারি সারি লাশ

বারে বারে রক্ত ঝরে ।

আজ প্রয়োজন ইউশা ইবনে নুন

ওমর (রা),সালাহ উদ্দিন,

আল আক্বসা উদ্ধার করতে হবে

ফিলিস্তীন হবে স্বাধীন ।

জেগে ওঠে বিশ্বের সব মুসলমান

বজ্রকণ্ঠে দাও হুঙ্কার ,

বর্বর ইসরাইলীদের সকল দম্ভ

ভেঙে করো চুরমার ।

মজলুম মানুষের কান্নার রোলে

খোদার আরশ কাঁপছে ,

নারী ,পুরুষদের চোখের জলে

নবীদের পূণ্যভূমি ভাসছে।

স্বাধীন প্যালেস্টোইন রাষ্ট্র গঠনে

আওয়াজ কর জোরদার ,

ফিলিস্তিনীদের বিজয় হবেই হবে

সাহায্য আসবে আল্লাহর ।