ভোলায় ঝুপড়ি ঘরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবনযাপন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০৪ ২০২০, ২১:০৪

ভোলা জেলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কন্দকপুর গ্রামে স্থানীয় চৌকিদারের পরিত্যক্ত জমিতে ছোট্ট একটি ঝুপড়ি ঘর তুলে কোনোমতে মানবেতর জীবনযাপন করছেন অসহায় হতদরিদ্র বৃদ্ধ দম্পতি মান্নান মাঝী ও জহুরা খাতুন।

বৃদ্ধ এই দম্পতিদের দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তেমন একটা খোঁজখবর রাখছেন না কেউই। তবে দুই পুত্র সন্তান থাকলেও তারাও এখন বিয়ে করে রয়েছেন অন্যত্র।

বৃদ্ধ দম্পতিরা জানান, তাদের দুজনের একজনেরও বয়স্ক ভাতা নেই। একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিরা বয়স্ক ভাতার নাম নিলেও কি কারনে ভাতা থেকে বঞ্চিত তা জানা নেই তাদের,স্থানীয়দের সামান্য কিছু সহযোগিতায় মানবেতর জীবনযাপন করছেন তারা।

অশ্রুশিক্ত চোখে বৃদ্ধ দম্পতিরা জানান, সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর পেলেই কিছুটা হলেও ভালো থাকবেন তারা। তাই স্থানীয় প্রশাসকসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট একটি সরকারি ঘরের জন্য আকুতি জানান বৃদ্ধ এই দুই দম্পতিরা।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।