ভোলার ধনিয়া-তুলাতলী গ্রামে চলছে স্বেচ্ছায় ‘লকডাউন’

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৭ ২০২০, ১২:৪৯

এবি হান্নান, ভোলা প্রতিনিধি: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রশাসনের পাশাপাশি ভোলা সদর এর ধনিয়া ইউনিয়ন এর ২ং ওয়ার্ড তুলাতুলি বাজারে পশ্চিম পাশে খন্দকার বাড়ি রোড় থেকে হাওলাদার বাড়ি রোড পর্যন্ত ১০টি বাড়িতে ৭০টি ঘর নিয়ে গ্রামে ‘স্বেচ্ছায় লকডাউন’ করে দিয়েছে এলাকার সচেতন জনগণ।

গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল, সরকারি নির্দেশনা ভেঙে আশপাশের গ্রাম থেকে লোকজন তাদের গ্রামগুলোতে আড্ডা দিতে আসেন। এতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি আছে। তাই তাঁরা নিজেরাই লকডাউন ঘোষণা করেছেন।

গ্রামের লোকেরা বলেন আড্ডা দেওয়ার জন্য প্রতিদিন অনেক বহিরাগত গ্রামে আসেন। তাঁরা সামাজিক দূরত্ব বজায় না রেখে অবাধে মানুষের সঙ্গে আড্ডা দেন ও চলাফেরা করেন। এতে গ্রামে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি আছে। ঝুঁকি এড়াতেই সচেতন গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে এ উদ্যোগ নেওয়া হয়।’

তাই বলা যায় সচেতন গ্রামবাসী নিজেদেরকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়।’

উল্লেখ্য , বাংলাদেশে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এছাড়া দেশে মোট ১২৩ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছে সরকার।