ভূমধ্যসাগরে নৌকাডুবি: দেশে ফিরেছেন বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২১ ২০১৯, ১৬:৫১

লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।

২১ মে, মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর হোসেন এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার সকালে টার্কিস এয়ারলাইন্সের টিকে-৭১২ বিমান যোগে ভূমধ্যসাগরে প্রাণে বেঁচে যাওয়া ১৫ জন দেশে ফিরেছেন।

গত ১১ মে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৩৯ জন বাংলাদেশি নিখোঁজ থাকার কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ১৫ জনকে জীবিত উদ্ধার হওয়ার কথাও জানানো হয়।

রাজধানী তিউনিশের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে নৌকাডুবির ঘটনার পরে স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতা চালায়।

গত ৯ মে মধ্য রাতে লিবিয়া থেকে যাত্রা করা দুটি নৌকার একটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে প্রায় ১৩০ জন বাংলাদেশি ছিল। নৌকা দুটির একটি নিরাপদে ইতালিতে পৌঁছালেও ৭০-৮০ জন যাত্রী থাকা অন্যটি ভূমধ্যসাগরে ডুবে যায়।