ভারতে করোনা; দুই সপ্তাহের জন্য সীমান্ত বন্ধ, তবে পণ্যবাহী যানবাহন চলবে

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২৫ ২০২১, ২০:০২

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ দিনের জন্য বাংলাদেশ ও ভারতের সীমান্ত দিয়ে যাতায়াত বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার। এই সময় স্থলপথে পণ্যবাহী যানবাহন ছাড়া সব ধরনের লোক চলাচল বন্ধ থাকবে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মিডিয়াকে জানান,
“ভারতে যেহেতু করোনা সংক্রমণ বেড়ে গেছে, তাই আমরা সিদ্বান্ত নিয়ে সীমান্ত গুলো দুই সপ্তাহের জন্য মানুষের যাতায়াতের জন্য বন্ধ থাকবে। তবে পণ্যবাহী যানবাহন চলবে”
রোববার মন্ত্রী পরিষদের এক সভায় এ সিদ্বান্ত নেয়া হয়।
আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে এ সিদ্বান্ত কার্যকর হবে।