ভারতীয় সাবমেরিনকে ঠেকানো হয়েছে: পাকিস্তান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৫ ২০১৯, ১৩:২৮

আবির আবরার:
পাকিস্তানের জলসীমায় ভারতের একটি ডুবোজাহাজের (সাবমেরিন) অনুপ্রবেশের চেষ্টা ঠেকানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে দেশটির ডন টিভি নিউজে বলা হয়, ভারতীয় ওই ডুবোজাহাজ কর্তৃক পাকিস্তানের জলসীমায় প্রবেশের চেষ্টা শনাক্ত হওয়ার পর এটিকে ঠেকানো হয়।

পাকিস্তানি নৌবাহিনীর ওই মুখপাত্র এক বিবৃতিতে বলেন, পাকিস্তানি নৌবাহিনী তাদের বিশেষ দক্ষতা কাজে লাগিয়ে পাকিস্তানের জলসীমায় সাবমেরিনটির অনুপ্রবেশ ঠেকিয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানি নৌবাহিনী ভারতীয় সাবমেরিনকে ঠেকাল। এর আগে ২০১৬ সালেও এমনটা হয়েছিল।

মুখপাত্র বলেন, সরকারের শান্তি উদ্যোগের অংশ হিসেবে ভারতীয় সাবমেরিন পাকিস্তান নৌবাহিনীর টার্গেট ছিল না। এ ঘটনা থেকে ভারতেরও শান্তি প্রতিষ্ঠায় কাজ করা উচিত বলে মনে করে তারা।

বিবৃতিতে বলা হয়, এটি ছিল দক্ষতায় পাকিস্তানি নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের প্রমাণ। পাকিস্তানের জলসীমান্তকে রক্ষায় কাজ করে যাবে নৌবাহিনী। যেকোনো ধরনের আগ্রাসন ঠেকানোর সামর্থ্য এই নৌবাহিনীর রয়েছে।