ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পঁচা পেঁয়াজ বিক্রি, তবু মুহূর্তেই শেষ!

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০২ ২০১৯, ০০:২৯

জুনায়েদ আহমেদ: আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বিকেল তিনটা থেকে প্রশাসনের উপস্থিতিতে টিসিবির পক্ষ থেকে পেঁয়াজ বিক্রি শুরু হয় এবং মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায়। এ সময় নারী-পুরুষ নির্বিশেষে সকলকে দীর্ঘ লাইন ধরে পেঁয়াজ কিনতে দেখা গেছে। ৪৫ টাকা কেজি পেঁয়াজ কিনেও অসন্তুষ্ট ক্রেতারা । ক্রেতাদের অভিযোগ, তাদের কাছে পঁচা পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, চারটি পিকাপ থেকে ক্রেতারা লাইন ধরে পয়তাল্লিশ টাকা কেজি দরে পেঁয়াজ কিনছেন। অনেকে এককেজির বেশি পেঁয়াজ কিনতে চাচ্ছেন। কিন্তু কাউকে এককেজির বেশি দেয়া হচ্ছে না। তবে অনেককে চালাকি করে একলাইন থেকে কিনে আরেক লাইন দাঁড়িয়ে দ্বিতীয়বার কিনতে দেখা গেছে।

কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, অনেক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে তাদেরকে পঁচা পেঁয়াজ কিনতে হচ্ছে। এ বিষয়ে উপস্থিত প্রশাসনের লোকদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানান তারা।

এসময় স্বপ্না নামের এক নারী পঁচা পেঁয়াজ নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ হাত দিয়ে ইশারা করে দেখান- ছেঁচে ভর্তা বানিয়ে খেয়ে ফেলতে! পুলিশের এই কাণ্ড দেখে অনেকেই তখন জোরে জোরে হাসতে থাকেন।