বুধবার সমাধিস্থ করা হবে এন্ড্রু কিশোরকে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১৪ ২০২০, ১৫:৫২

বাংলা ছায়াছবির গানের বরেণ্য সংগীত শিল্পী এন্ড্রু কিশোর রাজশাহী হাসপাতালের হিমঘরে নিথর দেহে শুয়ে আছেন। দেখতে দেখতে কেটে গেল ৮ দিন। অপেক্ষা ছিল মেয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেই তাকে সমাধিস্থ করা হবে। মেয়ে ফিরেছেন, এবার চিরনিদ্রায় যাচ্ছেন ‘প্লেব্যাক’ সম্রাট।

বরেণ্য এই সংগীত শিল্পী গেল ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে লাখ-কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুর পর কী কী করতে হবে সব পরিকল্পনা নিজেই করে গেছেন তিনি। সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। বুধবার (১৫ জুলাই) তার নিজের দেখানো স্থানেই তাকে সমাধিস্থ করা হবে।

গেল ৬ জুলাই মৃত্যু হলেও এন্ড্রু কিশোরের মৃত্যুর সময় তার দুই ছেলে-মেয়ে অস্ট্রেলিয়ায় ছিলেন। বাবার মৃত্যুর সংবাদ শুনে দেশে ফিরেছেন তারা। করোনার কারণে তাদের দেশে ফিরতে বেশ লম্বা সময় লেগেছে।

গত ৯ জুলাই (বৃহস্পতিবার) দেশে আসেন এন্ড্রু কিশোরের ছেলে সপ্তক। সোমবার (১৩ জুলাই) রাজশাহী শহরে বাবার কাছে এসে পৌঁছেন মেয়ে সঙ্গা।

ছেলেমেয়েদের জন্যই এই কয়দিন অপেক্ষা করেছেন এন্ড্রু কিশোর! এবার প্লেব্যাক সম্রাট যাবেন চিরনিদ্রায়।