বিশ্বানাথের প্রথম পৌরপিতা হলেন মুহিবুর রহমান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০২ ২০২২, ২১:১৬

আনহার বিন সাইদ বিশ্বনাথ: সিলেটের বিশ্বানাথে প্রথম পৌর মেয়র হয়ে দ্বিতীয় বারের মত ইতিহাস গড়লেন দুই বারের উপজেলার চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান। এর আগে ১৯৮৫ সালে অনুষ্ঠিত বিশ্বনাথ উপজেলার প্রথম নির্বাচনে তিনি প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

বুধবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সূত্রে জানা তথ্যে জগ প্রতীকে ৮৪৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে তিনি বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ নৌকা প্রতিকে পেয়েছেন ৩২৬৩ ভোট।

এছাড়া, স্বতন্ত্র মেয়র প্রার্থী যুক্তরাজ্য বিএনপি নেতা মুমিন খান মুন্না তার মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৩০৭০ ভোট এবং অপর স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা বিএনপি নেতা জালাল উদ্দিন পেয়েছেন ৩০১৭ ভোট।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

এ পৌরসভায় মেয়র পদে ৭ জন প্রার্থী, কাউন্সিলর পদে ৬০ প্রার্থী এবং মহিলা কাউন্সিলর পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সবমিলিয়ে এ পৌরসভায় ভোটারসংখ্যা ৩৫ হাজার ৪৭০ জন।