বিশ্ববিখ্যাত ক্বারী শায়খ নরেন মুহাম্মাদ সিদ্দিক ইন্তেকাল করেছেন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৭ ২০২০, ০৭:৪৪

বিশ্ববিখ্যাত ক্বারী সুদানের শায়খ নরেন মুহাম্মাদ সিদ্দিক ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে সুদানের ওমদুরমান থেকে ১৮ কিলোমিটারে দূরে উত্তর রাজ্যের ওয়াদি হালফা থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সুদানের ধর্মবিষয়ক ও অনুদান মন্ত্রী নাসেরউদ্দীন মুফ্রাহ।

শায়খ নরেন নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে উত্তর কর্ডোফান রাজ্যের বড় অঞ্চলে কাটায়েবের শায়খদের কাছ থেকে কুরআন মুখস্ত শুরু করেন। তিনি একাধিক কেরাতে পবিত্র কুরআন তিলাওয়াত করতে পারতেন।

তাঁর হৃদয়গ্রাহী তিলাওয়াতের জন্য তিনি বিখ্যাত ছিলেন। বিশেষ করে রমজান মাসে হাজার হাজার মুসল্লি ছুটে আসতো তাঁর তিলাওয়াত শুনতে। তিনি সুদানের রাজধানী খার্তুমের বিখ্যাত এক মসজিদের ইমাম ছিলেন।

সুদানের পক্ষে তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, বিশেষত মালয়েশিয়া এবং দুবাই, যেখানে তিনি ৮৩ টি দেশের সাথে প্রতিযোগিতার সময় পবিত্র কোরআনে তৃতীয় আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছিলেন।