বিশ্বনাথ পৌর এলাকায় কওমী ও আলিয়া মাদরাসা’র মটর শোভাযাত্রা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৪ ২০২১, ২১:৫১

একুশে জার্নাল ডেস্ক: সিলেটের বিশ্বনাথে আলিয়া এবং কওমি মাদ্রাসা পন্থির যৌথ উদ্যোগে আগামি ১৬ মার্চ আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার উদ্যোগে ৪র্থ আন্তর্জাতিক ক্বেরাত মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে।

বিশাল এ অনুষ্টান সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা ও প্রচারের জন্য মটর শোভাযাত্রা করেছে বাস্তবায়ন কমিটি। রবিবার (১৪ মার্চ) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থার সদস্য সচিব ও উপজেলা আল-ইসলার সভাপতি তালুকদার মো. ফয়জুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, অত্র সংস্থার চেয়ারম্যান মাওলানা আব্দুল ওয়াদুদ, আহবায়ক মাওলানা আব্দুল মতিন, মোহতামিম মাওলানা শিব্বির আহমদ, প্রিন্সিপাল মাওলানা আখতার আলী, মাওলানা ছমির উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।বিশাল এ মাহফিলে প্রধান অতিথি দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
বয়ান পেশ করবেন, আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী, আল্লামা শায়খ জিয়া উদ্দিন, আল্লামা শায়খ মজদুদ্দিন। যারা তেলাওয়াত করবেন, বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী, উস্তাদুল কুররা শায়খ আহমদ বিন ইউসুফ আল-আজহারী, আন্তর্জতিক পুরস্কারপ্রাপ্ত উস্তাদুল হুফফাজ হাফেজ ক্বারী নাজমুল হাসান, হাফেজ ক্বারী সাইদুল ইসলাম আসাদসহ আরো অনেকেই।
সংগীত পরিবেশন করবেন, আলেম, দার্শনিক, রাষ্ট্র চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব জাগ্রম কবি মুহিব খান, ইসলামী সংগীত জগতের কিংবদন্তি ও রিসালাহ সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, সুলতান আহমদ, আবু রায়হানসহ বিভিন্ন শিল্পী গোষ্ঠির শিল্পীরা।

মাহফিলে মুসলিম উম্মাহের সার্বিক সহযোগীতা ও উপস্থিতি কামনা করেছেন মাহফিল বাস্তবায়ন কমিটি।