বিশ্বনাথ দশঘর ইউনিয়ন নির্বাচনে ম্যাজিস্ট্রেট ও র‌্যাব মোতায়েনের দাবি

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ২৩ ২০২০, ২৩:৩৮

বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথ উপজেলা দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থীর মধ্যে ৩ প্রার্থী ম্যাজিস্ট্রেট ও র‌্যাব মোতায়েনের দাবি জানিয়েছেন।

আগামি ২৯ অক্টোবর এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারি বিএনপি প্রার্থী দশঘর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এমাদ উদ্দিন খান (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য (ঘোড়া প্রতীক) সামছু মিয়া লয়লুছ ও জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীকের) আব্দুল মন্নান। এ তিন জন পুলিশের আইজি সহ বিভিন্ন দফতরে আবেদন করেছেন।

আবেদনে প্রার্থীরা উল্লেখ করেন, নির্বাচন কালিন সময়ে একটি মহল জোর পূর্বক কেন্দ্র দখলের পায়তা করছে। তাই প্রত্যেক ভোট কেন্দ্রে এক জন করে ম্যাজিস্ট্রেট ও ৪ জন করে র‌্যাব সদস্য মোতায়েনের দাবি জানান।উল্লেখ্য যে, দীর্ঘ ১৭ বছর পর দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বর্তমানে চেয়ারম্যান পদে ৫ জন, ৯টি ওয়ার্ডে মেম্বার (পুরুষ) পদে ৪৯ জন এবং সংরক্ষিত ৩টি (মহিলা) আসনের ১১ জন প্রার্থী নির্বাচনি প্রচারনা চালিয়ে যাচ্ছেন।