বিভিন্ন পেশার চিন্তাশীল আলেমদের সঙ্গে মতবিনিময় করলেন পীর সাহেব চরমোনাই

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ২২ ২০১৯, ০৫:৪৩

একুশে জার্নাল ডেস্ক- দেড় শতাধিক চিন্তাশীল আলেমদের সঙ্গে মতবিনিময় করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ভিআইপি লাউঞ্জে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় দেড় শতাধিক আলেমদের মধ্যে রাজধানীর উল্লেখযোগ্য মসজিদের খতিব, মাদরাসার পরিচালক, মুহাদ্দিস, আলেম সাংবাদিক, লেখক, গবেষক উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করিম বলেন,  ইসলামী আন্দোলন বিশেষ কোন গোষ্ঠীর দল নয়, এটি সকল ইসলামপ্রিয় মানুষের সংগঠন। আমরা চাই সকল সেক্টরের মানুষের মতামত নিয়ে আগামী দিনে দেশ এবং জাতির জন্য ভালো কিছু উপহার দিতে। এজন্য তিনি তরুণ ওলামায়ে কেরামের সক্রিয় অংশগ্রহণ, সহযোগিতা এবং পরামর্শসহ গঠনমূলক সমালোচনা কামনা করেন।