পৌর নির্বাচনে বিপুল ভোটে জয়ী আলোচিত কাদের মির্জা  

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১৬ ২০২১, ১৯:২৭

এম.এস আরমান,কোম্পানীগঞ্জ: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রের ফলাফলে ১০ হাজার ৭৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আলোচিত সমালোচিত নৌকা প্রার্থী আব্দুল কাদের মির্জা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের বিএনপি প্রার্থী কামাল উদ্দীন পেয়েছেন ১ হাজার ৭৮০ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী (মোবাইল ফোন) মোশারফ হোসেন পেয়েছেন ১ হাজার ৩৭৮ ভোট।

শনিবার (১৬ জানুয়ারী) বিকালে মোট ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম।

বসুরহাট পৌরসভা নির্বাচন -২০২১ মেয়রপ্রার্থীর ফলাফল তালিকা: ১নম্বর ওয়ার্ড- নৌকা ৮২১, ধানের শীষ- ২৩, মোবাইল-৪৬। ২নম্বর ওয়ার্ড- নৌকা ৯৮২, ধানের শীষ- ২৫৮, মোবাইল- ৬০। ৩নম্বর ওয়ার্ড- নৌকা ১৩৬৪, ধানের শীষ- ১৫৮, মোবাইল-১৮৭। ৪নম্বর ওয়ার্ড- নৌকা-১১৬১, ধানের শীষ- ৩৪৯, মোবাইল-১১৩। ৫নম্বর ওয়ার্ড- নৌকা ১৪৩০, ধানের শীষ- ২০৯, মোবাইল-১২২। ৬নম্বর ওয়ার্ড- নৌকা ৮৪৭, ধানের শীষ- ৮০, মোবাইল-১০৩। ৭নম্বর ওয়ার্ড- নৌকা ১২৫৯, ধানের শীষ- ১৬১, মোবাইল-১৫৪। ৮নম্বর ওয়ার্ড- নৌকা ১৭১৩, ধানের শীষ- ৩৫৬, মোবাইল-৩৫৫। ৯নম্বর ওয়ার্ড- নৌকা ১১৫৮, ধানের শীষ- ১৮৬, মোবাইল-২৪৭।

নির্বাচনে জয়ের পর আবদুল কাদের মির্জা ভোটারদের উপস্থিতি ও সার্ভিক সহযোগিতায় ধন্যবাদ জানিয়ে বলেন,এ বিজয় আমার বিজয় নয়, এ বিজয় বসুরহাটের প্রত্যেক নাগরিকের বিজয়,এ বিজয় বসুরহাট পৌরসভার সকল ব্যবসায়ীদের বিজয়,এ বিজয় আওয়ামীলীগের বিজয় নয়, এ বিজয় আপনাদের ভালোবাসার বিজয়।

উল্লেখ্য,বসুরহাট পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ১১৫ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৬২১ ও নারী ১০ হাজার ৪৯৪ জন। ভোটকেন্দ্র ছিলো ৯টি ও বুথ ছিলো৬১ টি। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে ৯ কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন বিচারিক হাকিমসহ ২০০ জন পুলিশ, ৩ টিমে ২৪ জন র্যাব ও ৪ প্লাটুন বিজিবি মেতায়েন ছিলেন।