বিপন্ন সমাজ

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৬ ২০১৯, ১১:৩২

বিপন্ন সমাজ

সদ্য ভূমিষ্ট হওয়া শিশুটি কি জানে
একদিন পৃথিবীতে তার পরিচয় হবে ত্রাস।

ক্ষমতায় অন্ধ সমাজপতিরা তাকে ব্যবহার করবে
তাদের টিকে থাকার অবলম্বন হিসাবে ।
মাদকের গন্ধ আর অস্ত্রের ঝনঝনানি হবে
তার জীবনের একমাত্র চাওয়া ।

বেপরোয়া সন্তান সামাল দিতে হিমশিম খাবে
তার অসহায় নিরুপায় বাবা মা,
অযাচিত বিলাসীতার আড়ালে
মিথ্যা সুখের অভিনয় করবে স্ত্রী সন্তানেরা ।

জানত না,সে কিছুই জানত না,
সমাজপতিদের ভালোমানুষির মুখোশের মায়ায়
একদিন সব ছেড়ে বাবা মায়ের দেয়া
আদরের নামটা ঝেড়ে ফেলে আজ তার পরিচয় ত্রাস,

অর্থমোহ আর অন্তরালে অশুভ শক্তির পুঁজি
তারই হাতে বিপন্ন আজ মানবতা,বিপন্ন সমাজ ।

 

উম্মে কুলসুম মুন্নি।
লেখিকা ও আইনজীবী।
ঢাকা, বাংলাদেশ।
২৬, সেপ্টেম্বর ২০১৯.