বিএনপির তিন নেতাকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে কর্ণফুলীতে বিক্ষোভ মিছিল 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ১০ ২০২১, ২৩:৪২

নিজস্ব প্রতিনিধি:: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতা যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ আলী আব্বাস,সদস্য অধ্যাপক শেখ মোঃ মহিউদ্দিন,এবং সদস্য মোঃ লিয়াকত আলী চেয়ারম্যানকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে কর্ণফুলীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

১০ জানুয়ারি (সোমবার) রাত ৭টায় উপজেলার চরপাথরঘাটা পুরাতন ব্রিজঘাট চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়

এসময় মিছিলে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার হারুনুর রশিদ,সহ সভাপতি আবদুর রাজ্জাক,ইউনিয়ন সভাপতি ডা.গিয়াস উদ্দিন ফয়সাল,চরপাথরঘাটা ইউনিয়নের সাধারণ সম্পাদক মির্জা বাহার,সাবেক ছাত্রনেতা মির্জা মোহাম্মদ ইসমাইল,বিএনপি নেতা এম মঈন উদ্দিন,দক্ষিণ জেলা যুবদল নেতা মো. ইসমাইল,দক্ষিণ জেলা তাতী দলের সভাপতি মো.আবছার,দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের ক্ষুদ্র জাতিসত্তা বিষয়ক সম্পাদক মোঃমোর্শেদুর রহমান খান,ছাত্রদল নেতা ইলিয়াছ হায়দার রবিন,সালাহ উদ্দিন সহ প্রমুখ।

প্রসঙ্গত,আজ রবিবার (১০ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ তুলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতা যথাক্রমে-দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আলী আব্বাস, সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দীন ও চেয়ারম্যান লিয়াকত আলীকে বহিষ্কার করা হয়।পাশাপাশি একই কারণে সদস্য মজিবুর রহমানকে সতর্ক করা হয়।