বাহুবলে বিদ্যুৎ সংযোগ দেবে বলে দুই লক্ষ টাকা আত্বসাৎ, এ নিয়ে সংঘর্ষে এক জন আহত

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১৩ ২০১৯, ১৫:২৮

বাহুবল হবিগঞ্জ প্রতিনিধিঃ
বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে গতকাল শনিবার রাতে এঘটনা ঘটে। জানা যায়, বাহুবল উপজেলার ডুবাঐ বন বাড়ীর দরছ আলী সহ ১৬ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ দিবে বলে দুই লক্ষ টাকা হাতিয়ে নেয় গোল গাও গ্রামের আব্দুল আহাদ।

টাকা নেয়ার পর এক বছর অতিবাহিত হলেও বিদ্যুৎ সংযোগ পাচ্ছেনা তারা এনিয়ে গতকাল শনিবার ডুবাঐ বাজারে হোটেল সুবহে সাদিকের সামনে আব্দুল আহাদকে পেয়ে বিদ্যুৎ সংযোগ এর কথা জিজ্ঞেস করলে আব্দুল আহাদ দরছ আলী ও তার লোকজনের কাছে আরও দুই লক্ষ টাকা দাবী করে।

এ সময় দরছ আলীর ছেলে মোহাম্মদ আলী দুই লক্ষ টাকা দেয়ার কারণ জানতে চাইলে পাশে বসে থাকা আব্দুল আহাদের ছেলে রুবেল মিয়া,জুয়েল মিয়া ও সুরত আলী সহ তাদের লোকজন মিলে দরছ আলী ছেলে মোহাম্মদ আলীকে মারধর করে।

এ সময় মোহাম্মদ আলী গুরুতর আহত হয়।
এ অবস্থায় আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের কবল থেকে মোহাম্মদ আলীকে উদ্ধার করে।

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।
এ ব্যাপারে দরছ আলী বাদী হয়ে আব্দুল আহাদকে প্রধান আসামী করে ৪ জনেজ বিরুদ্ধে বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করছেন।

বর্তমানে ডুবাঐ ও গোলগাও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন এলাকাবাসী।।