বাহুবলে উপজেলা প্রশাসন’র উদ্যোগে ১২ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২২ ২০১৯, ০০:৩৪

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: জেলার বাহুবল উপজেলায় ছোট বড় ১২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন।

বুধবার (২১ আগস্ট) বেলা ১১টা থেকে টানা বিকেল ৩টা পর্যন্ত উপজেলার নন্দনপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা হক।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম।

এ সময় বাজারে সরকারী জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ছোটবড় ১২ টি দোকান উচ্ছেদ করা হয়।

সরকারী ৫শতক জায়গা থেকে এ অবৈধ দোকান গুলি তুলে দেয়া হয়। এই ৫শতক জায়গার আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, যদি সরকারী জায়গায় দোকানপাঠ গড়ে তোলার চেষ্টা করা হয় তাহলে তাদের বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।