বালাগঞ্জে আমেরিকা প্রবাসী পরিবারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ২১ ২০২১, ২০:৫৫

বালাগঞ্জ উপজেলার নতুন সুনামপুর গ্রামের দুইশত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবাসী পরিবারের পক্ষে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন মুহিবুর চৌধুরী মুজিব।

করোনাভাইরাসের দীর্ঘ উপস্থিতিতে জনজীবনেও টানাপড়েন দেখা দিয়েছে। ঘরে ঘরে শুরু হচ্ছে ক্লান্তিকর অনটন। দেশব্যাপী লকডাউন, শাট ডাউন, কঠোর বিধিনিষেধ, কাজের অভাব, আয়-রোজগারহীন দিন বিশাল সংকট তৈরি করছে।

করোনাকালীন এই দুর্যোগে নিজ গ্রামের মানুষের পাশে দাঁড়ান এই প্রবাসী পরিবার। বিগত ২০২০ সালেও তারা গ্রামের দুই শতাধিক পরিবারে এভাবে খাদ্য সহায়তা প্রদান করেন।

গত সোমবার (১৯ জুলাই ২০২১) সকাল দশ ঘটিকায় নতুন সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যায়লয়ের আঙিনায় মানুষের হাতে খাদ্যদ্রব্যাদি তোলে দেওয়া হয়। এসময় গ্রামের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বর্তমান ইউপি সদস্য জলাল উদ্দিন ( ৯নং ওয়ার্ড, মেম্বার পদপ্রার্থী আব্দুল হামিদ, মাও. জিয়াউর রহমান চৌধুরী সহ আরো অনেকে।

উপস্থিত সুধীজনেরা স্বাস্থ্য সচেতনতামূলক কথা বলেন। করোনাভাইরাস থেকে বেঁচে থাকার জন্য কঠোর বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন।

অবশেষে আমেরিকা প্রবাসী পরিবারের পক্ষে দোয়া চেয়ে সমাপনী বক্তব্য দেন মুহিবুর চৌধুরী মুজিব।

সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন করতে পারায় তিনি সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন।