বার্মিংহামে খেলাফত মজলিসের গণ সমাবেশ অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৩ ২০২৫, ০৬:৪১

মানুষ কোন ফ্যাসিবাদী শক্তিকে আর ক্ষমতায় দেখতে চায় না

ড. আহমদ আবদুল কাদের

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরেও জাতি সঠিক নেতৃত্ব পায়নি। শাসকদের দুর্নীতি, শোষণ ও দলীয়করণে দেশ ধ্বংসের কিনারে গিয়ে পৌঁছেছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কোন ফ্যাসিবাদী শক্তিকে আর ক্ষমতায় দেখতে চায় না। কোন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসাতে চায় না। মানুষ পরিবর্তন চায়। আইনের শাসন চায়। দুর্নীতিমুক্ত প্রশাসন চায়। জান ও মালের নিরাপত্তা চায়। দেশের অর্থনীতির উন্নতি চায়।

তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের আকাঙ্খা ছিল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে আসার। আমরা সেই আকাঙ্খাকে বাস্তবে রূপ দিতে চলেছি। আগামী জাতীয় নির্বাচনে প্রতিটি আসনে ইসলামী দলগুলোর পক্ষ থেকে একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আমরা আশাবাদী। গত ১১ নভেম্বর, মঙ্গলবার খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থ শাখা আয়োজিত এক গণ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

বার্মিংহামস্থ কভেন্ট্রি রোডের বিয়া লাউঞ্জে শাখা সভাপতি মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবিরের পরিচালনায় অনুষ্ঠিত গণ সমাবেশে ড. আহমদ আবদুল কাদের আরো বলেন, পৃথিবীর কোথাও আমাদের মতো এতো বৈপরীত্য ও বিভাজন নেই, বৈষম্য নেই।

তিনি বলেন, চব্বিশের গণ অভ্যুত্থানের পর যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে আমরা একটি কল্যাণকর ও বিভেদহীন রাষ্ট্র কাঠামো গঠন করতে চাই। একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ে তুলতে চাই। উন্নতি ও অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি সকল ছোটখাটো মসলকি মতপার্থক্যকে এক পাশে রেখে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে ইসলামী ঐক্যকে আরো সুদৃঢ় করতে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের নায়েবে আমীর, অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেন, ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করতে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এর ভুমিকা প্রশংসনীয়। জাতীয় নির্বাচনে এক আসনে ইসলামী দলের একজন প্রার্থী থাকবেন সেই মিশন বাস্তবায়নের লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি ড. কাদেরসহ যারা ঐক্যের পক্ষে কাজ করছেন সকলকে ধন্যবাদ জানান।

মাওলানা আব্দুল কাদির সালেহ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও আগামী নভেম্বর মাসেই গণভোট আয়োজন, নির্বাচনে সকলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করাসহ সমমনা ৮ দলের পাঁচ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

বার্মিংহাম শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুশ শাকুরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া গণ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা এখলাছুর রাহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ক্বারী আব্দুল মুকিত আজাদ, মুসলিম সোসাইটি মিডল‍্যান্ডস এর সভাপতি মাওলানা এ টি এম মুকাররাম হাসান, খেলাফত মজলিসের ইউরোপ জোনের সদস্য মাওলানা শাহ মিজানুল হক।

যুক্তরাজ্য নর্থ শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল আউয়াল , আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, আলহাজ্ব এনামুর রহমান, কবি মুফিদুল গনি মাহতাব, মাওলানা আব্দুল মতিন, আলহাজ্ব আব্দুল গণি, আলহাজ্ব খছরু খান , যুক্তরাজ্য নর্থ শাখার সহ সধারণ সম্পাদক ও বার্মিংহাম সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইব, যুক্তরাজ্য সাউথ শাখার সহ সাধারণ সম্পাদক হাফেজ মুশতাক্ব আহমদ। বার্মিংহাম শাখার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, হাফেজ মাওলানা শাহেদ আহমেদ, হাফেজ আনোয়ারুল হক যুক্তরাজ্য নর্থ শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফিজ হাবিবুর রহমান, লাফবরা শাখার সভাপতি মাওলানা হাফেজ বজলুর রহমান, যুক্তরাজ্য নর্থ শাখার সাহিত্য সম্পাদক মাওলানা সাইফ রাহমান,আলহাজ্ব আব্দুল ওয়াদুদ,বার্মিংহাম শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা আহমদ হুসাইন, ব্রিস্টল শাখার সভাপতি আজিজুর রহমান , ওয়ালসাল শাখার সেক্রেটারি হাফেজ খুবাইব আহমেদ শাকির।

এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নর্থ শাখার সহ-সভাপতি মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী, সহসভাপতি সৈয়দ কবির আহমদ, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আল ইসলাম, মসজিদে উসমানের ‍চ‍েয়ারম‍্যন হাজী নুর মিয়া, বার্মিংহাম শাখার সহ সভাপতি সৈয়দ মইনুদ্দিন ইকবাল, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ বিন আকিল, জমিয়তে উলামায়ে ইসলাম বার্মিংহামে শাখার দায়িত্বশীল মাওলানা সৈয়দ ইকবাল হুসাইন, যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শাফিউল ইসলাম প্রমুখ।