বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সাংবাদিকতায় রিপোটিং কর্মশালা ও আলোচনা সভা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ১৪ ২০১৯, ২২:৪২

প্রধান অতিথি (বিএসকেপি)র প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় চেয়ারম্যান সাংবাদিক মুহাম্মদ শেখ সেলিম তার বক্তব্যে বলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বি এস কে পি) উক্ত সংগঠন সদস্যদের নিজ অর্থে পরিচালিত হয়ে থাকে,কোন সদস্য সংগঠন এবং রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করতে চাইলে তাকে সাথে সাথে বহিষ্কার করা হয়ে থাকে ,উক্ত সংগঠন সারা দেশ ব্যাপি সংগঠনের সদস্যদের নিজ অর্থে পরিচালিত হয়ে থাকে, সাংবাদিক শেখ সেলিম তার বক্তব্যে আরো বলেন পরের টাকা দিয়ে বিরিয়ানি খাওয়ার চেয়ে নিজের টাকা দিয়ে ডাল ভাত খাওয়া অনেক ভালো ,তিনি বলেন সংগঠন কে শক্তিশালী করতে সকল সদস্য কে আরো উন্নয়নমূলক কাজ করে যেতে হবে, যেহেতু বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (সাংবাদিকদের কল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ) তাই সকল সদস্যদেরকে কথায় নয়, কাজে প্রমানিত করতে হবে । এই সংগঠন দেশের সাংবাদিকদের পাশে ছিল এবং থাকবে ইনশাআল্লাহ তিনি দেশের উন্নয়নমূলক কাজে এগিয়ে আসার জন্য সংগঠনের সকল সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান

সাংবাদিক মোঃ নুরউদ্দিন এর সভাপতিত্বে সাংবাদিক আল আমিন সাকিল এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ এর চেয়ারম্যান ও দৈনিক ৭১ বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মুহাম্মদ শেখ সেলিম ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক শিব্বির আহমদ ওসমান, মহানগর যুবলীগ নেতা হাজ্বী মোঃজালাল ইবরাহীম ।বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ চট্টগ্রাম জেলা কমিটি এবং চট্টগ্রাম মহানগর কমিটির সকল সাংবাদিক বৃন্দ । সাংবাদিকতায় রিপোটিং বিষয়ক কর্মশালা এর ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও ইংরেজি দৈনিকের কলামিস্ট মোঃ ত্বরিকুল ইসলাম ও সাংবাদিক মোঃ নজিবুল্লাহ চৌধুরী, রিপোটিং ও আলোচনার পর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ এর চেয়ারম্যান ও দৈনিক ৭১ বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মুহাম্মদ শেখ সেলিম ,সাংবাদিক ও ট্রেইনারদের ফুলেল শুভেচ্ছা ও কোর্ট পিন এবং সনদপত্র বিতরণ করেন ।