বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরী শাখার ঈদ পূণর্মিলনী সভা অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১৭ ২০১৯, ১৬:১৯

একুশে জার্নাল ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার উদ্যোগে গত ১৫ আগষ্ট বৃহস্পতিবার ইষ্ট লন্ডনের একটি রেস্টুরেন্ট এর হলে ঈদ পূণর্মিলনী সভার আয়োজন করা হয়।শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ শহীর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পূণর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি শায়খ মাওলানা ফয়েজ আহমদ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া,সহ সাধারণ সম্পাদক মাওলানা শায়খ নাজিম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি মাওলানা মুহি উদ্দিন,সহ সভাপতি আলহাজ্ব বুলু মিয়া,সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হক জাহেদ,মাওলানা সাইফুল ইসলাম,মাওলানা আফসার উদ্দিন,মাওলানা জাকির হোসাইন,মুহাম্মদ মিজানুর রহমান,প্রমুখ।সভায় নেতৃবৃন্দ কাশ্মীরে মোদি সরকারের নগ্ন হস্তক্ষেপ এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,কাশ্মীরের জনগণের স্বায়ত্তশাসন অবিলম্বে ফিরিয়ে দিতে হবে।কাশ্মীরের জনগণের উপর জুলুম ও নির্যাতন মুসলিম বিশ্ব মেনে নিবে না।কাশ্মীরের জনগণের সাংবিধানিক মর্যাদা খর্ব করার অধিকার ভারত সরকারের নেই।কাশ্মীর ইস্যু শুধু মাত্র ভারতের ভ্যন্তরীণ বিষয় নয়।কাশ্মীরের জনগণের অধিকারের বিষয়টির সাথে মুসলিম উম্মাহর স্বার্থ জড়িত।নেতৃবৃন্দ কাশ্মীরের মজলুম জনগণের পাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহবান জানান।