বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার স্মরণ সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১০ ২০১৯, ১৭:৫৯

শায়খুল হাদিস আল্লামা যাকারিয়া রহ. এর অন্যতম খলিফা,বৃটেনের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ব্যারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা শায়খুল হাদীস আল্লামা ইউসুফ মুতালা রাহঃ ও বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান দা: বা: এর মুহতারাম আব্বা ক্বারী আব্দুল মান্নান রাহঃ এর স্মরণে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে এক স্মরণ সভা ও দুআ মাহফিল ৯ সেপ্টেম্বর সোমবার ইস্ট লন্ডনের লাইম হাউস মসজিদে অনুষ্ঠিত হয়।যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন লাইম হাউস মসজিদের ইমাম ও খতিব মাওলানা শিব্বির আহমদ,বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরী শাখার সহ সভাপতি হাফিজ শহীর উদ্দিন আহমদ,হাফিজ আখলাক আহমদ।স্মরণ সভায় বক্তারা বলেন,শায়খুল হাদীস আল্লামা ইউসুফ মুতালা রাহঃ ছিলেন সুন্নতে নাববী এর এক উজ্জ্বল নক্ষত্র।দ্বীনি শিক্ষার প্রচার ও প্রসারে যে ভূমিকা পালন করে গেছেন তা চির স্মরণীয়। তাহার দ্বীনি খিদমত মুসলিম উম্মাহ সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।বক্তারা আরো বলেন,ক্বারী আব্দুল মান্নান রাহঃ ছিলেন মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ মানুষ। সহজ সরল জীবনযাপন করে গরীব অসহায় মানুষের জন্য কাজ করেছেন।
পরিশেষে মরহুমদের দরজাহ বুলন্দির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ।