বাঁধন জবি কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ০২ ২০২০, ১১:২৩

জবি প্রতিনিধি: বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইউনিটের স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাঁধন কেন্দ্রীয় পরিষদ। গত ২৫ শে সেপ্টেম্বর বাঁধন কেন্দ্রীয় পরিষদ এর কার্যকরী সভায় এ সিদ্ধান্ত হয়। উক্ত বৈঠকে জবি ইউনিটের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট এবং সুপারিশ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক জবি ইউনিটের বর্তমান কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার এবং জবি ইউনিট কেন্দ্রীয় পরিষদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হওয়ার ব্যাপারে মত দেন কেন্দ্রীয় পরিষদ। বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক ফোনে উক্ত প্রেস রিলিজের সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া বাঁধন জবি ইউনিটের সাবেক সভাপতি নিয়াজ শরীফ টুটুল এর বিরুদ্ধে আর্থিক বিভিন্ন অনিয়ম এবং শাখা অফিসে তালা লাগিয়ে দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায়, জবি ইউনিটের সকল কার্যক্রম থেকে ৩১ শে ডিসেম্বর ২০২২ পর্যন্ত বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। ছাত্র উপদেষ্টা সোহানুর রহমানকেও জবি ২০২০ কমিটির কোন কার্যক্রমে না থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া জবি ইউনিটের উপদেষ্টা কমিটি গঠন থেকে বিরত থাকতে বলা হয়েছে।