বলাৎকারের অভিযোগে হাইস্কুলের শিক্ষক গ্রেফতার

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৮ ২০২১, ০৬:৩৪

ময়মনসিংহের গৌরীপুরে দুই স্কুল শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শফিকুল ইসলাম হলুদ (৩৭) নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) নির্যাতিত এক শিক্ষার্থীর পরিবার ওই শিক্ষকের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

শফিকুল উপজেলার বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম হলুদ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীকে নিজ বাসায় প্রাইভেট পড়াতেন। গত বছরের ২২ অক্টোবর হলুদ ওই শিক্ষার্থীর একজনকে বলাৎকার করে। এরপর অপর শিক্ষার্থীকেও বলাৎকার করে ওই শিক্ষক। পরবর্তীতে স্কুল থেকে বহিষ্কারের ভয় দেখিয়ে ওই দুই শিক্ষার্থীকে একাধিকবার বলাৎকার করে শিক্ষক শফিকুল। অভিযুক্ত শিক্ষক উপজেলার ভাংনামারী ইউনিয়নের কুলিয়ারচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী মিডিয়াকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।