বন্যা পরিস্থিত স্বাভাবিক না হওয়ায় ছুটি বাড়ল রেঙ্গা মাদরাসার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০১ ২০২২, ১৭:৫৫

একুশে জার্নাল ডেস্ক: সিলেটের বন্যা পরিস্থিত স্বাভাবিক না হওয়ায় আগামী ১২ জুলাই পর্যন্ত ছুটি বাড়ল ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার।

১ জুলাই (শুক্রবার) মাদরাসার অফিসিয়াল ফেসবুক পেইজে ছুটি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের বন্যা পরিস্থিত স্বাভাবিক না হওয়ায় মাদরাসার ছুটি আগামী ১২ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত বৃদ্ধি করা হলো। অতএব, ১৩ জুলাই (বুধবার) থেকে যথারীতি সবক শুরু হবে ইনশাআল্লাহ। নির্ধারিত তারিখে মাদরাসায় উপস্থিত থাকার সকল ছাত্রের প্রতি নির্দেশও করা হয় এই বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, সিলেটে আকস্মিক বন্যায় গত ২০ জুন জামেয়া রেঙ্গা মাদরাসার মাঠ এবং একাডেমিক ভবন পানিতে তলিয়ে গেলে ঐদিনই মাদরাসা বন্ধের ঘোষণা দেওয়া হয়। ২৪ জুন মাদরাসা খোলার তারিখ থাকলেও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় দ্বিতীয় দফায় ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয় ছুটি। পরিস্থিতি অনুকুলে না আসায় সেই ছুটি এবার বাড়ানো হলো ১২ জুলাই পর্যন্ত।