বন্যায় আক্রান্ত বৃহত্তর সিলেটবাসীর জন্য ইউকে জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৭ ২০২২, ২২:০৯

সৈয়দ নাঈম আহমদ, লন্ডন: স্মরণকালের ভয়াবহ বন্যায় বৃহত্তর সিলেটের জনজীবন এখন মারাত্মক বিপন্ন।এহেন মারাত্মক পরিস্থিতিতে গত ২৬ জুন২০২২ রবিবার জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যেগে পূর্ব লন্ডনের লি ম্যাডিসন মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় ভয়াবহ বন্যায় আক্রান্ত বৃহত্তর সিলেটবাসীর সহযোগিতার জন্য ইউকে জমিয়তের উদ্যোগে প্রথম পর্যায়ে ১০০ টি পরিবার কে রিলিফ প্রদানের সিদ্দান্ত নেওয়া হয়েছে। এ মহান সহযোগিতামূলক কার্যক্রমকে সফল করে তুলতে সংগঠনের সকল দায়িত্বশীল কে আন্তরিক ভাবে এগিয়ে আসার জন্য বিনিত ভাবে আহবান জানানো হয়েছে ।

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের ট্রেজারার ও লন্ডন মহানগর সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথীর সভাপতিত্বে ও ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ এর পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মাজাহিরুল উলূম লন্ডনের প্রিন্সিপাল শায়েখ মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী, বিশিষ্ট- সমাজকর্মী ও মাদানীয়া ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম সদস্য হাবিবুর রহমান,ইউকে জমিয়তের উপদেষ্টা হাজি খালিস মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহকারী প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ, তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মুশতাক আহমদ, যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, প্রশিক্ষন সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ, সদস্য সাদিক আহমদ, আরিফ আহমদ, সৈয়দ রফিকুল হক রফু মিয়া প্রমুখ।

পূর্ব লন্ডনে অবস্থিত লি ম্যাডিসন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় ইউকে জমিয়তের নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্ট জন অংশগ্রহণ করেন।

সভায় নেতৃবৃন্দ বলেন,স্মরণকালের ভয়াবহ বন্যায় বৃহত্তর সিলেটের জনজীবন এখন মারাত্মক বিপন্ন। অসংখ্য মানুষ জীবনের সকল উপায় অবলম্বন হারিয়ে আজ দিশেহারা। এহেন মারাত্মক পরিস্থিতিতে প্রলয়ংকারী বন্যায় আক্রান্ত বৃহত্তর সিলেট বাসীর পাশে দাঁড়ানো সময়ের সবচেয়ে বড় দাবি।

আলোচনা সভায় উপস্থিত উলামায়ে কেরাম ও কমিউনিটি নেতৃবৃন্দ ইউকে জমিয়তের উদ্যোগ কে স্বাগত জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার পরিপূর্ণ আশ্বাস দেন।

উল্লেখ্য ইউকে জমিয়ত নেতৃবৃন্দের তত্ত্বাবধানে পরিচালিত চ্যারেটী সংগঠন সমাজ সেবা ট্রাস্ট,জামেয়াতুল খায়ের,মাদানীয়া ওয়েলফেয়ার ট্রাস্ট,মাদীনাতুন নুর,আর রাহমান ফাউন্ডেশন,আল করীম ফাউন্ডেশন ও আর রহীম ফাউন্ডেশন ভয়াবহ বন্যায় আক্রান্ত বৃহত্তর সিলেটবাসীর সহযোগিতায় প্রথম দিন থেকেই ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্চে।এ ছাড়াও ব্যক্তি উদ্যেগে আমাদের নেতৃবৃন্দ বন্যায় আক্রান্ত বৃহত্তর সিলেটের বিভিন্ন এলাকায় ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন