বন্যাদুর্গত ক্ষতিগ্রস্তদের মাঝে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন’র ত্রাণসামগ্রী বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২১ ২০১৯, ১৭:৫২

সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্থ হয় হাজার হাজার মানুষ ও তাদের ঘরবাড়ি। বন্যার পানিতে প্লাবিত হয়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, চাষ করা জমির ফসলাদির প্রচুর ক্ষয়ক্ষতি হয় যা তাদের জীবনে নিয়ে এসেছে চরম দুর্ভোগ।

এই গরিব-অসহায়, নিঃস্ব মানুষগুলোর দুয়োরে দুয়োরে গিয়ে স্বচক্ষে তাদের করুণ অবস্থা দেখে আসেন স্বপ্নযাত্রী টিম এবং সামান্য কিছু ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এই অসহায় মানুষগুলোর কাছে সামান্য পরিমাণ সাহায্য সহানুভূতি অনেক অনেক পাওনার সমান এই দুঃসময়ে।

স্বপ্নযাত্রী টিম ১ম দফায় চট্টগ্রাম চন্দনাইশের চরবরমা ও সেনারচর নামক এলাকায় গিয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এরপর ২য় দফায় ত্রাণ বিতরণ করা হয় সাতকানিয়ার ছদাহা ইউনিয়ন এর ১নং ওয়ার্ড এলাকায়।

উক্ত ত্রাণ বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন,  স্বপ্নযাত্রী আনোয়ারা শাখার সভাপতি কাজী ফয়েজ খান, স্বপ্নযাত্রী মহানগর শাখার সভাপতি আব্দুল কাদের বাদশা,আনোয়ারা শাখার সিঃ সহ-সভাপতি আসাদুজ্জামান রিপন,আনোয়ারা শাখার সাধারণ সম্পাদক ইমতিয়াজ রফিল,দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আজিজ, খান,সীতাকুণ্ড শাখার সাংগঠনিক সম্পাদক কাইচার হামিদ,আনোয়ারা শাখার সহ-সাংগঠনিক মোঃ, রিমন,দপ্তর সম্পাদক মোঃ হানিফ,ধর্ম ও নৈতিকতা বিষয়ক সম্পাদক সাহেদ বিন আজিজ,মহানগর শাখার প্রচার সম্পাদক জহির,দপ্তর সম্পাদক শিহাব।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মিসবাহ,বাবলু,তারেক,সুমন,কামাল,মানিক,জাহেদ, জুয়েল সহ আরো অনেকেই।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন কামাল হোসেন বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন এবং আর্থিক সাহায্যকারী সকল মানবতাপ্রেমিকদের প্রতি।