বদরের চেতনাই মুসলমানদের পাথেয়, তাক্বওয়া ভিত্তিক সমাজ ব্যবস্হাই রমজানের শিক্ষা— মুফতি তাজুল ইসলাম

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২৩ ২০১৯, ২১:৪৩

একুশে জার্নাল ডেস্ক: গতকাল খেলাফত মজলিস বার্মিংহামের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে সংগঠনের যুক্তরাজ্য সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন মুসলমানদের জন্য এক প্রেরনার নাম হচ্ছে বদর, ঐতিহাসিক বদরই আমাদের চেতনা, আর রমজানের শিক্ষা হচ্ছে তাক্ওয়া ভিত্তিক সমাজ ব্যবস্হা।

স্হানীয় স্মলহিতের আল আমান হলে অনুষ্ঠিত সভায় শাখা সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবিরের সভাপতিত্বে ও সেক্রেটারী আ ফ ম শুয়াইবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামার সভাপতি মাওলানা এখলাছুর রহমান, মিডলেন্ডস সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি আলহাজ আব্দুল মালিক পারভেজ, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল আউয়াল, আলহাজ খছরু খান, হাজী আব্দুল ওয়াদুদ,সৈয়দ ফজুলুসসামাদ, মাওলানা নজরুল ইসলাম, সৈয়দ কবির আহমদ, ইন্জিনিয়ার শাহিদ আহমদ, হাফেজ আহমদ হুসাইন, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা বাহার উদ্দিন, হাজী হান্নান উল্লাহ, হাজী আইয়ুব মিয়া, হাজী মুসলিম খান, বুরহান উদ্দীন, প্রমুখ।