ফ্রান্স সারাবিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত এনেছে: মাওলানা সামীউর রহমান মুসা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

অক্টোবর ২৭ ২০২০, ১৪:১১

ফ্রান্সের প্যারিস শহরের দেওয়ালে প্রিয় মহানবীর সা. অবমাননাকর কার্টুন প্রদর্শনের সামালোচনা করে মাওলানা মুসা বলেন, ফ্রান্সের এ ঘটনায় সারাবিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত এনেছে। মুসলিমদের ধর্মীয় ও মহানবী মুহাম্মদকে অবমাননা বিশ্বে দেড়শ কোটি মুসলিমরা কখনো মেনে নেবে না। নবীকে অবমাননাকর কার্টুন প্রদর্শন অনতিবিলম্বে বন্ধ করতে হবে।

মাওলানা মুসা আরও বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম ও মুসলিমবিরোধী বক্তব্যের কারণে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

বাংলাদেশ সরকারকে ৯০ ভাগ মুসলমানের দেশ হিসেবে ফ্রান্সের ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি জানান ।

এছাড়াও ফ্রান্সে রাসুল সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ওআইসি, আরবলীগ, সৌদি আরবসহ বিশ্বব্যাপী মুসলিম শাসকদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়া হওয়ার আহবান জানান ।

তিনি আজ প্রিন্সিপাল হাবীবুর রহমান প্রজন্ম ডাকে ফ্রান্সে প্রিয়নবী সা.এর কটাক্ষকারীদের ধিক্কার জানিয়ে শানে রেসালত র‌্যালী উদ্বোধন কালে উপর উপরুক্ত কথা বলেন উপস্থিত ছিলেন প্রজন্মের সদস্য সচিব জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ,জামেয়ার মুহাদ্দিস ছিদ্দিক আহমদ চিশতি, প্রাক্তন ছাত্র পরিষদের সহ সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা মখলিছুর রহমান, মাওলানা মামুন আহমদ,তারিক বীন হাবীব,মাওলানা ফাহাদ আমান,মাওলানা আমীন আহমদ রাজু, মাওলানা ফয়ছল আহমদ,মাওলানা মনসুর আহমদ,মাওলানা মুজাহিদ হাসান ফয়েজ,মাওলানা মিজানুর রহমান, ছাত্রনেতা আবু আনাস,তানজিল আহমদ, হাজী আব্বাস জালালী,হাফিজ কয়েছ আহমদ প্রমুখ