ফ্রান্সে ২২ বছরের মধ্যে সবচে’ বড় ধর্মঘট: প্যারিসে গ্রেফতার ৮

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০৬ ২০১৯, ০০:১১

আমীন উদ্দীন সুলতান, ফ্রান্স থেকে: ফ্রান্সের RATP ট্রান্সপোর্ট এবং SNCF ট্রেনে আগামী ৯ ডিসেম্বর সোমবার পর্যন্ত টানা ধর্মঘট থাকবে। ট্রান্সপোর্টে অচলাবস্থা ও যাত্রী দূর্ভোগ অব্যাহত থাকবে! ট্রেড ইউনিয়ন নেতাদের ঐক্য-বৈঠকে অাজ ৪ টায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ফ্রান্সে অাজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার চলতেছে স্মরণকালের অন্যতম বড় ধর্মঘট। ফ্রান্স সরকারের নতুন পেনশন (অবসর) অাইন পরিকল্পনার বিরুদ্ধে এই অান্দোলন।

১৯৯৭ সালের পর গত ২২ বছরের মধ্যে এত বড় ধর্মঘটে অার পড়েনি ফ্রান্স। অাজ সকাল থেকে ফ্রান্সের বড় বড় শহরগুলিতে বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভের সমর্থনে ইতোমধ্যে প্রায় ৯০% পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ রয়েছে।

বাতিল হয়েছে প্রায় ২০ % বিমান ফ্লাইট। প্রায় ৭০% স্কুল বন্ধ।

রাজধানী প্যারিসের রাস্তাগুলো দুপুর নাগাদ বিক্ষোভকারীদের দখলে। তারা স্লোগান দিচ্ছে, পেনশন সংস্কার অাইন বাতিল করো, করতে হবে, অবসর বয়স বাড়ানো চলবে না চলবে‌ না ইত্যাদি ।

এদিকে প্যারিসে মোতায়েন করা হয়েছে প্রায় ৬০০০ পুলিশ।

বিক্ষোভের সমর্থনে রাস্তায় নেমেছে ট্রান্সপোর্ট শ্রমিক, ফায়ার সার্ভিস কর্মী, স্কুল শিক্ষকসহ প্রায় সকল শ্রেণী পেশার মানুষ।

এতে দুপুর থেকে প্যারিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলো লোকে লোকারণ্য। ব্লক হয়েছে বহু মহাসড়ক।

সকাল ১১ টার অাগ পর্যন্ত ফ্রান্স পুলিশ রাজধানী প্যারিসে গ্রেফতার করেছে ৮ বিক্ষোভকারীকে।

(সূত্র : BFMTV, Le Parisien, CNEWS, AFP)