ফ্রান্সে মহানবীর (সা:) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কুলাউড়ায় তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ৩১ ২০২০, ০১:৩২

মারজান আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে রাসুল (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের তাওহিদী জনতা আজ শুক্রবার বাদ আসর এক বিক্ষোভ মিছিল বের করে রাজপথে। এতে গৌড়করন, মহেশগৌরী এবং মদনগৌরী এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, রাজনীতিবিদ, সমাজসেবক ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। মিছিল শেষে স্থানীয় গৌড়করন নুরুল ইসলাম আলিম মাদ্রাসা মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন গৌড়করণ, মহেশ গৌরী এবং মদন গৌরী এলাকার জামে মসজিদের ইমাম এবং খতিবরা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনফর আলী মধু মিয়া, গৌড়করণ মাদ্রাসা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কুলাউড়া ট্রেডার্সের মালিক নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সুলতান আহমদ চৌধুরী সহ বিশিষ্টজনেরা।

বক্তব্যে বক্তারা বলেন ফ্রান্সের ঐ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের সকল পণ্য এবং দূতাবাস বয়কট করার দাবী জানান এবং বাংলাদেশ সরকার কে ফ্রান্সের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার দাবী জানান।