ফোল্ডেবল ফোন আকারে হবে হুয়াওয়ে পি৩০ এর সমান

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০১ ২০১৯, ১১:৪২

 

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোল্ডেবল ফোন নিয়ে নিজেদের পরিকল্পনা জানিয়েছেন হুয়াওয়ের সিইও রিচার্ড ইউ।

সংবাদ মাধ্যম জিএসএম এরিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী দুই বছরে যতো হুয়াওয়ে ফোন আসবে তার অর্ধেকেই হবে ফোল্ডেবল ফোন।

হুয়াওয়ের মেট এক্সের দামের বিষয়ে তিনি বলেন, ফোল্ডেবল ফোন এখনো আঁতুড় ঘরে আছে। বাজারে এর চাহিদা সীমিত। এটি তৈরি করা খুব ব্যয় বহুল। তাই এর দামও বেশি।

তবে সময়ের সঙ্গে সঙ্গে এর দাম অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে। আগামী দুই বছরের মধ্যেই ফোল্ডেবল ফোনের দাম এখনকার ফ্ল্যাগশিপ ফোনগুলোর সমতুল্য হবে।

ফোল্ডেবল ফোন মেলে ধরলে এখন তা ট্যাবলেটে রূপান্তরিত হয়। তবে পরবর্তীতে এর ডিজাইন একই রকম থাকবে না। আগামীতে হুয়াওয়ে পি৩০ ফোনের আকারেও পাওয়া যাবে ফোল্ডেবল ফোন।

এ বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাং ও হুয়াওয়ে ফোল্ডবল ফোন বাজারে আনার ঘোষণা দেয়। আগামী আগস্টে মটোরলাও উন্মোচন করবে তাদের প্রথম ফোল্ডবল ফোন।

আরেক চীনা কোম্পানি লেনেভোও বসে নেই। গত বছর সেপ্টেম্বরে ইউএস পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে তারা একটি ফোল্ডবল ফোনের পেটেন্ট দাখিল করে। পেটেন্টের স্কেচ ডিজাইনে দেখা যায়, ফোনটি দেখতে হবে গ্যালাক্সি ফোল্ডের মতো। ভিতরের দিকে ফোনটি ভাঁজ করতে এতে থাকবে দুটি হিঞ্জ।

টেক রাডার অবলম্বনে এজেড/ এপ্রিল ১/২০১৯/১১৩০